পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বরাবর স্বারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।
শনিবার অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের পর মিছিল নিয়ে উপাচার্য বরাবর স্বারকলিপি জমা দেন তারা।
নীল দলের দাবিগুলো হলো-১. কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের অবিলম্বে শান্তির ব্যবস্থা করতে হবে। ২. আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করতে হবে। ৩. আবাসিক হলগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়ন, স্বাধীন মতপ্রকাশ এবং যেকোনো ধরনের নির্যাতন-নিপীড়ন রোধে নীতিমালা প্রণয়ন করতে হবে। ৪. বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলোতে শুধু বৈধ শিক্ষার্থীদের প্রবেশ নিশ্চিতকরণে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৫. ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করে দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য আহ্বান জানান তারা।
এর আগে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, আমি শিক্ষার্থীদের ধন্যবাদ দেব, তারা কিন্তু জাতিকে আরেকটি শিক্ষা দিলো এবং তারা ইতিহাসের একটি অংশ হলো।
তিনিা বলেন, আমরা ছাত্র শূন্য ক্যাম্পাস দেখতে চাই না। আমরা চাই অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হোক। যাতে শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে এসে জীবন গড়ার সুযোগ পায়, সেই কাজটি আমাদের অগ্রাধিকার পাওয়া উচিত।