ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ , ১ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শিক্ষার্থীদের গু*লি করলে পুলিশের সন্তানকে পড়াবেন না শিক্ষকরা

শিক্ষা

আমাদের বার্তা, নরসিংদী

প্রকাশিত: ১০:১৯, ৪ আগস্ট ২০২৪

সর্বশেষ

শিক্ষার্থীদের গু*লি করলে পুলিশের সন্তানকে পড়াবেন না শিক্ষকরা

দেশব্যাপী চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা। বিক্ষুব্ধ শিক্ষকরা বলেছেন, শিক্ষার্থীদের ওপর গুলি চালালে পুলিশের সন্তানদের তারা পাঠদান থেকে বিরত থাকবেন।

শনিবার (৩ আগস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলটি শহরের পৌর পার্ক মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। 

শিক্ষকরা বলেন, সারা দেশে নির্মমভাবে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার বিপরীতে তাদের দমন-পীড়ন করে দমানো যাবে না। অবিলম্বে এ শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর গুলি বন্ধ করতে হবে। আর যদি কোনো শিক্ষার্থীর ওপর গুলি চলে তবে শিক্ষকদের নেতৃত্বে কঠোর কর্মসূচি দেয়া হবে। পুলিশ যদি আর কোনো শিক্ষার্থীর বুকে গুলি ছোড়ে তাহলে আর কোনো পুলিশের সন্তানকে শিক্ষকরা পাঠদান করাবেন না বলেও জানান শিক্ষকরা। 

এ সময় বক্তব্য দেন নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিন, পলাশ রেসিডেনশিয়াল মডেল কলেজের অধ্যক্ষ আরিফ পাঠান, নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা ড. মোয়াজ্জেম হোসেন, নরসিংদী বিজ্ঞান কলেজের শিক্ষক নাজমুল আলম সোহাগ, ইম্পেরিয়াল কলেজের শিক্ষক মইনুল ইসলাম মিরু, বেলাব রাবেয়া মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান জহিরুল ইসলাম মৃধা, নরসিংদী ইম্পেরিয়াল কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মহসীন সিকদার প্রমুখ।

জনপ্রিয়