ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাড়ল ড. ইউনূসের বই বিক্রি , চাহিদা রাজনীতি-ইতিহাসেও

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

বাড়ল ড. ইউনূসের বই বিক্রি , চাহিদা রাজনীতি-ইতিহাসেও

প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেড়েছে ড. মুহাম্মদ ইউনূসের লেখা বইয়ের বিক্রি। চট্টগ্রামের পুরোনো অনেক বই পুনর্মুদ্রণ করে বাজারে আনছেন প্রকাশকেরা। তরুণ পাঠকদের কাছে ড. মুহাম্মদ ইউনূসসহ রাজনীতি ও ইতিহাসের বইয়ের কাটতি বাড়ার বিষয়টি আশা দেখাচ্ছে প্রকাশকদের।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এতে সবার আগ্রহের কেন্দ্রে চলে এসেছেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ। বাজারে বেড়ে গেছে তাঁর লেখা বইয়ের চাহিদাও।

ড. ইউনূসের লেখা বইয়ের বেশিরভাগই পুনর্মুদ্রণ করে বাজারে এনেছেন প্রকাশকেরা। কয়েক দশক আগে প্রকাশিত বইগুলোও আগস্ট মাসে পুনর্মুদ্রণ করে প্রকাশন সংস্থাগুলো। এ ব্যাপারে এক বিক্রেতা বলেন, ‘দেখা যেত মেলাতে বেশি বিক্রি হচ্ছে। তবে কিছু বই আড়ালেই থেকে যেত। এখন বেশি বিক্রি হচ্ছে।’

নবীন থেকে শুরু করে প্রবীণ, সব বয়সী মানুষই আছেন ড. ইউনূসের লেখা বইয়ের ক্রেতার তালিকায়। বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্বকে গভীরভাবে জানতে আগ্রহী তারা। কয়েকজন পাঠক বলেন, আগে এসব বই পাওয়া যেত কম। এখন পাওয়া যাচ্ছে। এগুলো পড়ে যাচাই করার সময় এসেছে।  

ড. ইউনূসের বইয়ের পাশাপাশি বেড়েছে রাজনৈতিক ইতিহাসের বই বিক্রিও। পুরাতন বইয়ের নতুন করে বাজারে চাহিদা বাড়ার প্রবণতাকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রকাশক-বিক্রেতারা। 

বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ বলেন, ‘আগের বই ও নতুন যেসব বই বেরিয়েছে এগুলো রাজনৈতিক ইতিহাসের বই বলে আমরা প্রোমোট করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের যে আশা, আমরা চাই মানুষ বই পড়ে ইতিহাস ও রাজনীতি জানুক।’ 

ড. ইউনূসের নিজের লেখা বইয়ের পাশাপাশি তাঁকে ও তাঁর কর্ম নিয়ে বই লিখেছেন অন্যান্য লেখকেরা। বাংলাদেশের বিভিন্ন প্রকাশনীর পাশাপাশি বিভিন্ন দেশের নামিদামি প্রকাশনা সংস্থা থেকে বের হয়েছে এসব বই।

জনপ্রিয়