ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ২৬ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জবির নতুন উপাচার্যের যোগদান

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০২, ১৯ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

জবির নতুন উপাচার্যের যোগদান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম কর্মস্থলে যোগদান করেছেন। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে যোগদান করেন তিনি। এর আগে সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেন তিনি। এ সময়  শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা নতুন উপাচার্যকে স্বাগত জানান।  

এ সময় উপাচার্য বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের জন্য যারা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়েছেন, তাদের ধন্যবাদ জানায়। যারা এখনো হাসপাতালে আছে, তাদের প্রত্যাশা ছিলো একটি বৈষম্যহীন সমাজ ও শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা।

আপনাদের সাথে নিয়ে সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় চেষ্টা চালিয়ে যাবো। ইচ্ছাকৃত কোন অন্যায্য কাজ আমি করবো না। তবে মানুষ হিসেবে ভুল ত্রুটি হলে ধরিয়ে দেবেন। আমি নিজেকে সংশোধন করে নেবো।

জনপ্রিয়