ঢাকা রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

পঞ্চম গণবিজ্ঞপ্তি : ভুল চাহিদায় যোগদান না করাদের কপাল খুলছে

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ২৯ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

পঞ্চম গণবিজ্ঞপ্তি : ভুল চাহিদায় যোগদান না করাদের কপাল খুলছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশে শিক্ষক পদে যোগদানের শেষ সময় ছিলো ১৯ সেপ্টেম্বর। কিছু সংখ্যক প্রার্থী এই সময়ের মধ্যে ভুল চাহিদার কারণে যোগদান করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিযে আজ রোববার এনটিআরসিএর ১০১তম নির্বাহী বোর্ডের সভা হচ্ছে। এ সভায় ভুল চাহিদায় যারা যোগদান করতে পারেননি তাদের বিষয়টি আলোচনায় আসবে। শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এনটিআরসিএ থেকে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ করা হয়। সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে যারা ভুল চাহিদার কারণে যোগদান করতে পারেননি, তাদের যোগদান করতে না পারার বিষয়ে নির্বাহী বোর্ডর সভায় আলোচনা হবে।

এর আগে, গত ২১ আগস্ট পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। এতে পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ২২ হাজার ৩৩ প্রার্থীর মধ্য থেকে ১৯ হাজার ৫৮৬ জনকে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হয়।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়ার কথা।

জনপ্রিয়