ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়তে ৫ দিনের আল্টিমেটাম

শিক্ষা

আমাদের বার্তা, জাবি

প্রকাশিত: ১১:০১, ১৮ অক্টোবর ২০২৪

আপডেট: ১১:০৭, ১৮ অক্টোবর ২০২৪

সর্বশেষ

জাবিতে মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের হল ছাড়তে ৫ দিনের আল্টিমেটাম

মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থী ও পোষ্যদের আবাসিক হল ছাড়তে পাঁচ কর্মদিবস সময় দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, বৈধ শিক্ষার্থীদের স্ব স্ব হলের পরিচয়পত্র প্রদর্শন করে হলে প্রবেশ করতে হবে। স্নাতকোত্তর পরীক্ষা শেষ হওয়া শিক্ষার্থী এবং অবৈধভাবে হলে অবস্থানকারী পোষ্যদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ত্যাগ করার নির্দেশনা প্রদান করা হলো। হল ত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, “২০ অক্টোবর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাশ শুরু হচ্ছে। আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা শিক্ষার্থী শুরুর দিন থেকে নিজ নিজ আসনের দাবি রাখে। এ বছর কোনো শিক্ষার্থী যেন আবাসন সংকটে না থাকে সে ব্যাপারে কর্তৃপক্ষ কঠোর।

তিনি আরো বলেন, “আসনের মেয়াদ শেষ হয়েছে এমন শিক্ষার্থী ও পোষ্যদের পাঁচ কর্মদিবসের মধ্যে হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। হল না ছাড়লে প্রাথমিক ব্যবস্থা হিসেবে তাদের সার্টিফিকেট স্থগিত করা হবে। এরপরও যদি তারা হল না ছাড়ে তাহলে পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নেবে প্রশাসন।”

জনপ্রিয়