ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ১৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ছয় মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন, বাদ বঙ্গবন্ধু-শেখ হাসিনার নাম

শিক্ষা

প্রকাশিত: ০৯:৪৮, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:১৫, ৩১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

ছয় মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন, বাদ বঙ্গবন্ধু-শেখ হাসিনার নাম

দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সরোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনটি বুধবার (৩০ অক্টোবর) স্বাক্ষরিত। তবে বৃহস্পতিবার এই সম্পর্কে তথ্য পাওয়া গেছে।

যেসব সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হলো—
কর্নেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ–এর পরিবর্তে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ; আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ, নোয়াখালী–এর পরিবর্তে নোয়াখালী মেডিক্যাল কলেজ; শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জামালপুর–এর পরিবর্তে জামালপুর মেডিক্যাল কলেজ; শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল–এর পরিবর্তে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ; বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর–এর পরিবর্তে ফরিদপুর মেডিক্যাল কলেজ এবং এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর–এর পরিবর্তে দিনাজপুর মেডিক্যাল কলেজ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রিয়