ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ১৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু

শিক্ষা

সাবিহা সুমি, আমাদের বার্তা

প্রকাশিত: ১৭:১১, ৩১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

শিক্ষক শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু

ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্যপদে অনলাইনে চাহিদা দেয়া এবং আগামী তিন বছরের সম্ভাব্য শূন্যপদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আর অনলাইনে চাহিদা ফি জমা দেয়া যাবে ১৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

বৃহস্পতিবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে। 

এনটিআরসিএ জানিয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্যপদে শিক্ষক সুপারিশের লক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো (স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা) থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই অনলাইনে চাহিদা এবং আগামী তিন বছরের অর্থাৎ ২০২৫ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর থেকে ২০২৭ খ্রিষ্টাব্দের ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য শূন্য পদের তথ্য ৩১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এবং অনলাইনে চাহিদা ফি জমা দেয়ার যাবে ১৩ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।

এ ছাড়াও চিঠিতে বলা হয়েছে, ৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির আওতায় শূন্য পদে অনলাইনে চাহিদা দিতে ইচ্ছুক এনটিআরসিএতে নিবন্ধনকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে। আগে জারি করা কোনো গণবিজ্ঞপ্তির আওতায় অনলাইনে চাহিদা কোনোভাবেই বহাল থাকবে না। এজন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ই-রিকুজিশন দেয়ার শেষ তারিখ পর্যন্ত সব শূন্য পদের অনলাইনে চাহিদা দিতে পারবে। অফলাইনে, হার্ডকপিতে অথবা ই-মেইলে কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না।

মনে রাখতে হবে, ৬ষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য দেয়া অনলাইনে চাহিদা ছাড়াও এবারে ই-রিকুইজিশনের সঙ্গে তিন বছরের সম্ভাব্য শূন্য পদের তালিকাও দিতে হবে। তিন বছরের শূন্য পদের তথ্য না দিলে ই-রিকুজিশন সাবমিট করা যাবে না।

এ ছাড়াও প্রতিষ্ঠান প্রধানরা তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে অথবা এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd) ই-রিকুজিশন নামক সেবা বক্সের ই- রিকুজিশন লগইন অপশনে ক্লিক করে ই-রিকুজিশন প্ল্যাটফরমে প্রবেশ করত অনলাইন ফরমটি পূরণ করে শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের অনলাইনে চাহিদা দেবেন। ই-রিকুজিশন ফরমটি পূরণের সময় এনটিআরসিএ'র ওয়েবসাইটে প্রদর্শিত ই-রিকুজিশন সংক্রান্ত নির্দেশিকাটি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

জনপ্রিয়