ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১২:১৩, ১৭ নভেম্বর ২০২৪

আপডেট: ১৩:৩৫, ১৭ নভেম্বর ২০২৪

সর্বশেষ

সড়ক ছাড়লেন রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থীরা

আবারো আন্দোলনে নামার কথা জানিয়ে রাজধানীর আসাদগেট এলাকার সড়ক ছেড়ে দিয়েছেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যায়।

রোববার (১৭ নভেম্বর) সকালে তারা কলেজে থেকে বেরিয়ে রাজধানীর আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দীর্ঘ যানজট। ভোগান্তি পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে যাত্রা করেন।

এক ঘণ্টা পর সড়ক থেকে সরে যান রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থীরা জানান, ১৯৬০ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে কলেজে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করে শিক্ষার্থী ভর্তির রেওয়াজ ছিল। করোনার সময় পরীক্ষার বদলে লটারি প্রথা চালু হয়। এরপর থেকে সেই পদ্ধতিতে চলছে নতুন ছাত্র ভর্তি। ফলে মেধা থাকা স্বত্বেও অনেক শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন।
 
শিক্ষার্থীদের দাবি, এই পদ্ধতি বাতিল করে পুনরায় মেধা যাচাই প্রক্রিয়ায় ফিরে যেতে হবে। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তি নিতে হবে। এরই প্রেক্ষিতে সড়কে নামেন তারা। 
 
শিক্ষার্থীরা সড়ক থেকে ফিরে গেলেও দাবি না মানলে পরবর্তীতে আবারো আন্দোলনে নামার কথা বলেন তারা।

জনপ্রিয়