ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ক্যাম্পাসে পুলিশ অবস্থান নেয়ায় তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪১, ১৯ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ক্যাম্পাসে পুলিশ অবস্থান নেয়ায় তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে পুলিশ অবস্থান নেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না এবং সব ক্লাস বর্জন করবেন। পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। তবে সতর্ক অবস্থানে পুলিশ ও সেনা সদস্যরা। সকাল থেকেই কলেজের ভেতরে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়েছে। দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরাও। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ বিক্ষোভ করেন তারা। 

এ সময় শিক্ষার্থীরা, “আমাদের ক্যাম্পাসে আমরাই থাকব”, “ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই”, “ক্লোজডাউন ক্লোজডাউন, তিতুমীর ক্লোজডাউন”, “আমাদের কর্মসূচি চলছে চলবেই” স্লোগান দিতে থাকেন। 

শিক্ষার্থীরা বলেন, সার্বিক দিক বিবেচনা করলে তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভেতরে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই । এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়ে ভরপুর। এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য চালানো জন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় দেয়া হয় না। প্রশাসনিক অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা, হল সুবিধা, ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্ট ইত্যাদি বিবেচনা করলে  তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা রাখে। শিক্ষা মন্ত্রণালয় মিটিং করে আমাদের সিদ্ধান্ত জানানো কথা রয়েছে। সিদ্ধান্ত যদি আমাদের পক্ষে না আসে তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো 

দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীরা যেকোনো কর্মসূচি করতে পারে। তবে সেটা কলেজের ভেতরেই করতে হবে। রাস্তা অবরোধ করলে যানজটে মানুষের ভোগান্তি হবে।

সেজন্য শিক্ষার্থীদের কলেজের ভেতরে কর্মসূচি করার আহ্বান জানিয়েছেন তারা। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এতে ব্যস্ততম সড়কটির সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মানুষ। তাছাড়া শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ইট পাথর নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
বিকেল ৪টায় তারা অবরোধ তুলে দেন। প্রায় একই সময়ে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আবারও তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পরে রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন তারা। একই সঙ্গে ক্লোজডাউন কর্মসূচি বা কলেজটির সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। 

সরকারি তিতুমীর কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিশন গঠনের দাবিতে গত দুই মাসে একাধিকবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে গত ২৪ অক্টোবর একই দাবিতে সড়ক অবরোধ করেন তারা। তাদের আন্দোলনে রাজধানীজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তারা সরকারকে দ্রুত এ সমস্যার সমাধানের তাগিদ দিয়েছেন।

জনপ্রিয়