ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৬ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক

শিক্ষা

সাবিহা সুমি, আমাদের বার্তা

প্রকাশিত: ০০:২০, ২১ নভেম্বর ২০২৪

সর্বশেষ

এমপিওভুক্ত হচ্ছেন আরো ১১ হাজার শিক্ষক

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজে নতুন নিয়োগ পাওয়া ১০ হাজার ৮৯৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলে ৮ হাজার ৫২০ জন এবং কলেজের ২ হাজার ৩৭৪ জন শিক্ষক রয়েছেন। গত দু্ই মাসে বিধি মোতাবেক নিয়োগ পেয়ে এমপিওভুক্তির জন্য তারা সবাই অনলাইনে আবেদন করেছিলেন। 

এ ছাড়া ২ হাজার ৯২৩ জনকে উচ্চতর স্কেল ও ১৫৪ জন স্কুলশিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত হয়েছে।   

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নভেম্বর মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়। মহাপরিচালক এতে সভাপতিত্ব করেন। এমপিওভুক্তির যাবতীয় ভুল-ভ্রান্তির দায় মহাপরিচালকের। 

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।  

কোন অঞ্চলের কতোজন এমপিওভুক্ত  

সভায় অংশ নেয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে জানান, স্কুলের ৮ হাজার ৫২০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৬৪০, চট্টগ্রামের ৬৩১, কুমিল্লার ৪৯৮, ঢাকার ২৮, খুলনার ১ হাজার ৯২৬, ময়মনসিংহের ১ হাজার ২১৩, রাজশাহীর ১ হাজার ৪৫৩, রংপুরের ১ হাজার ৮৭৯ এবং সিলেটের ২৫২ জন তালিকায় রয়েছেন।

কলেজের ২ হাজার ৩৭৪ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৩৩, চট্টগ্রামের ১২১, কুমিল্লার ১২১, ঢাকার ২৮৮, খুলনার ৩২০, ময়মনসিংহের ১৬৮, রাজশাহীর ৬৩০, রংপুরের ৪২৯ এবং সিলেট অঞ্চলের ৬৪ জন রয়েছেন।

উচ্চতর স্কেল পাচ্ছেন ২ হাজার ৯২৩ জন 

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ২ হাজার ৯২৩ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ২ হাজার ৪৭৯জন এবং কলেজের ৪৪৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৫৩৫, চট্টগ্রামের ২২৪, কুমিল্লার ১৩৩, ঢাকার ১১, খুলনার ৪২২, ময়মনসিংহের ৩২০, রাজশাহীর ৬৩৩, রংপুরের ৮২ এবং সিলেটের ১১৯ জন রয়েছেন। 

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৬, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৩৪, ঢাকার ৫৩, খুলনার ৩৫, ময়মনসিংহের ১৫, রাজশাহীর ১৮১, রংপুরের ৩৬ ও সিলেট অঞ্চলের ৮ জন রয়েছেন। 

বিএড স্কেল ১৫৪ জনের  

বিভিন্ন স্কুলে কর্মরত ১৫৪ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ২৫, চট্টগ্রামের ১২, কুমিল্লার ১১,  খুলনার ১৪, ময়মনসিংহের ৩০, রাজশাহীর ৩৩, রংপুরের ২৪ এবং সিলেট অঞ্চলের ৫ জন শিক্ষক আছেন।  এই তালিকায় ঢাকার কোনো  শিক্ষক নেই।

জনপ্রিয়