ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘেরাও শিক্ষার্থীদের

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ২৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘেরাও শিক্ষার্থীদের

ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতাল ঘেরাও করেছেন কলেজের শিক্ষার্থীরা। এ সময় ন্যাশনাল মেডিক্যালের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।  

রোববার দুপুরে তারা কলেজের সামনে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। এর আগে মুরগিটোলা মোড় ও রায়সাহেব বাজারের পুলিশের ব্যারিকেড ভাঙেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, অভিজিৎকে হাসপাতাল কর্তৃপক্ষ ভুল চিকিৎসা দিয়ে মেরেছে। আমরা এর বিচার চাই। 

এ সময় ডা. মাহাবুর রহমান মোল্লা কলেজসহ রাজধানীর বিভিন্ন কলেজের কয়েক হাজার শিক্ষার্থী রায়সাহেব বাজার মোড় থেকে শাখারীবাজার মোড় পর্যন্ত ব্লক করে দেন।

জানা যায়, ডেঙ্গু শক সিনড্রমে আক্রান্ত হয়ে ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদার গত ১৬ নভেম্বর সকালে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। গত ১৮ নভেম্বর হাসপাতালে মারা যান তিনি।
অভিজিৎ এইচএসসি ২৪ এর ব্যাচ ছিলো। 

কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে ২০ ও ২১ নভেম্বরে হাসপাতাল অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ এদিন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর আক্রমণ করেন।

জনপ্রিয়