ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩১, ২৫ নভেম্বর ২০২৪

সর্বশেষ

অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করতে হবে: নুর

অনতিবিলম্বে দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল সোমবার সেগুনবাগিচা কচি-কাঁচার মেলা মিলনায়তনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়  সমন্বয় পরিষদ কর্তৃক ‘বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী শিক্ষা) ব্যবস্থার অন্তরায় ও উত্তরণে উপায়’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান তিনি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন। বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আবদুুল হালিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

অনুষ্ঠানে নুর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে কিছু বললে সমস্যার সমাধান করার চেষ্টা করে কিন্তু আমরা তদবির করি না। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্ত করতে হবে। জোনায়েদ সাকি তার বক্তব্যে বলেন, আগামী সাত দিনের মধ্যে শিক্ষকদের দাবিগুলো অনতিবিলম্বে পূরণ করে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও ঘোষণা এবং প্রতিবন্ধিতা-সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০১৯-এর আলোকে স্বীকৃতি ও বেতন-ভাতা প্রদানের জন্য দাবি জানাচ্ছি। এর ফলে মানবেতর জীবনযাপনকারী শিক্ষক-কর্মচারীরা তাদের নিজেদের অর্থনৈতিক মুক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষাদানের মাধ্যমে সরকারঘোষিত শতভাগ শিক্ষানীতি বাস্তবায়নে সরকারের হাতকে শক্তিশালী করবে।

জনপ্রিয়