রাজধানীর ৩৫ কলেজের ছাত্রদের সমন্বিত হামলার জেরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের ছাত্ররা মেগা মানডে কর্মসূচি ঘোষণা করেছেন। সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, এই কর্মসূচি পালন করতে এই দুই কলেজের সামনে লাঠিসোটা হাতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থী বলেন, ওরা ৩৫ কলেজ নিয়ে আমাদের ওপর হামলা করছে। আমরা দুই কলেজ নিয়ে যাবো।
কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা হাজার খানেক আছি। আরো আসছে। সোহরাওয়ার্দীর ভাইয়েরা আসতেছে। আমরা আজ ডিএমআরসিতে যাবো। লোক জড়ো করছি। আমাদের যে লোকজন আছে আমাদের ওরা কিছু করতে পারবে না। গতকাল রোববার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সরকারি কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ কর্মসূচির ডাক দেন এই দুই কলেজের শিক্ষার্থীরা।
বিস্তারিত আসছে…