ঢাকা সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মোল্লা কলেজে হা*মলা-ভা*ঙচুর

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ২৫ নভেম্বর ২০২৪

সর্বশেষ

মোল্লা কলেজে হা*মলা-ভা*ঙচুর

কলেজে ৩৫ কলেজের শিক্ষার্থীদের হামলার জেরে মেগা মানডে কর্মসূচি দিয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে (ডিএমআরসি) হামলা ও ভাঙচুর করেছে নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কবি নজরুল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে ডিএমআরসির উদ্দেশে রওনা হন এই দুই কলেজের হাজারো শিক্ষার্থী। পরে ডিএমআরসি কলেজে হামলা ও ভাঙচুর করে তারা। 

এর আগে মেগা মানডে কর্মসূচি পালন করতে এই দুই কলেজের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হতে থাকেন।

এর আগে সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থী বলেন, ওরা ৩৫ কলেজ নিয়ে আমাদের ওপর হামলা করছে। আমরা দুই কলেজ নিয়ে যাবো। কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, আমরা হাজার খানেক আছি। আরো আসছে। সোহরাওয়ার্দীর ভাইয়েরা আসতেছে। আমরা আজ ডিএমআরসিতে যাবো। লোক জড়ো করছি। আমাদের যে লোকজন আছে আমাদের ওরা কিছু করতে পারবে না। গতকাল রোববার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সরকারি কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে এ কর্মসূচির ডাক দেন এই দুই কলেজের শিক্ষার্থীরা।

এদিকে গতকাল সন্ধ্যায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের হামলার পর আজ বন্ধ রয়েছে কলেজটি। কলেজের সিকিউরিটি গার্ড মো. আলম বলেন, আজ কলেজ বন্ধ। প্রিন্সিপাল স্যাররাসহ সবাই মিটিং করছেন। ওরা এখনো ইট পাথর মারছে। এখান থেকে যাচ্ছে, যাওয়ার সময় ইট পাথর মেরে মেরে যাচ্ছে 

অপরদিকে বোরবার রাতে এক সংবাদ সম্মেলনে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা, ভাঙচুর ও প্রশাসনিক কাগজপত্র ফিরিয়ে দিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্ররা। এ সময় তারা কলেজে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির ব্যাখ্যা চেয়েছেন।

এর আগে, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার রাজধানীর ৩৫টি কলেজের ছাত্ররা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে অবস্থান নেন। এ সময় তারা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান। এ সময় সোহরাওয়ার্দী কলেজে সাত কলেজের পরীক্ষা চলছিলো। পরীক্ষার হলে হামলা চালায় ছাত্ররা। তাদের তাণ্ডবে পরীক্ষা পণ্ড হয়ে যায়। পরে বাধ্য হয়ে এই পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। অপরদিকে রাতে সেন্ট গ্রেগরি কলেজে হামলা চালান সোহরাওয়ার্দী কলেজ ছাত্ররা। 

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থী অভিজিৎ মারা যায়। ডেঙ্গু আক্রান্ত অভিজিতের প্লেইটলেট কমে গেলে আগের দিন তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিতে চেয়েছিলেন তার পরিবার। কিন্তু ন্যাশনাল মেডিক্যাল কর্তৃপক্ষ তাকে নিতে দেয়নি বলে অভিজিতের সহপাঠীদের অভিযোগ।

তারা বলছেন, অভিজিতের মৃত্যুর পর টাকার জন্য লাশ আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। ২০ নভেম্বর ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা লাশ নিতে এলেও কোনো সমাধান না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন।

পরে সন্ধ্যার পর লাঠিপেটা করে পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দেয়। পরদিন ২১ নভেম্বর ডিএমআরসির ছাত্ররা আবার ন্যাশনাল মেডিক্যালে গেলে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। তাতে অনেক শিক্ষার্থী আহত হন বলে তাদের অভিযোগ।

পুলিশ উপ কমিশনার জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবি, অভিজিতের অবহেলাজনিত মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বার বার বলেছে যে তারা তদন্ত করবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে চাপের মুখে রাখা হয়েছে।

আজ ছাত্র প্রতিনিধি ও মৃতের বাবার সঙ্গে হাসপাতালে মিটিং ছিলো। কিন্তু আমরা জানতে পারি তারা আসে নেই। এদিকে আজ ফের শিক্ষার্থীরা হাসপাতালে এসেছে। তারা যাত্রবাড়ী থেকে অনেক সংখ্যায় এসেছে। সকাল বেলা থেকে আমরা চেয়েছি তাদের বোঝাতে। অবশেষে আমরা সংখ্যা বাড়িয়ে বিকেলে তাদের বুঝাতে সক্ষম হই, তারা চলে গেছে।

জনপ্রিয়