সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ড. মোল্লা কলেজ ও আশেপাশের এলাকা। ভাঙচুর করা হয়েছে কলেজের ভবন। এ ঘটনায় দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আহত হয়েছেন অনেকে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার পর এই হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে।
হামলা-ভাঙচুর ও সংঘর্ষের পর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ডেমরা ফ্লাইওভারের উপর অবস্থান নেয়। নিচে একদিকে পুলিশ ও অন্যদিকে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এসময় পুলিশদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতেও দেখা গেছে। এছাড়া বেশ কিছু আহতদের হাসপাতালে নিতেও দেখা গেছে।
হামলা-ভাঙচুর ও সংঘর্ষের পর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা ডেমরা ফ্লাইওভারের উপর অবস্থান নেয়। নিচে একদিকে পুলিশ ও অন্যদিকে মোল্লা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয়। এসময় পুলিশদের উদ্দেশ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতেও দেখা গেছে। এছাড়া বেশ কিছু আহতদের হাসপাতালে নিতেও দেখা গেছে।
এর আগে গতকাল রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ড. মাহাবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও তার আশেপাশের এলাকার ৩০'র অধিক কলেজ সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।