দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন অনলাইনে পূরণের সময় ৩০ নভেম্বর বিকেল ৫টায় শেষ হয়েছে। ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।
রোববার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিধ কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে গত ১২ নভেম্বর এই ভর্তির আবেদন শুরর পর সরকারিতে শিক্ষার্থীদের আগ্রহের যে জোয়ার দেখা যাচ্ছিলো, সময় শেষ হয়ে আসার সঙ্গে সঙ্গে তা আরো বেড়েছে। বিপরীতে প্রকট হয়েছে বেসরকারিতে ভর্তির অনাগ্রহ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাওয়া তথ্যে এমন চিত্রই দেখা গেছে।
১৮ দিনে সরকারি বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এরমধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি।
বিস্তারিত আসছে…