ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিসিএসের ধাক্কায় এগোলো সাত কলেজের পরীক্ষা

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ৬ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

বিসিএসের ধাক্কায় এগোলো সাত কলেজের পরীক্ষা

৪৭তম বিসিএসে আবেদনের শর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এগিয়ে আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের অনার্স পরীক্ষার সময়সূচি। সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএস বিজ্ঞপ্তিতে প্রার্থীর যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে, যাদের স্নাতক-স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে তারা আবেদন করতে পারবেন। ফলে সাত কলেজের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এবার পরীক্ষার সময় এগিয়ে আনা হয়েছে।

বৃহস্পতিবার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ৪র্থ বর্ষের ২ জানুয়ারির পরীক্ষা ২৬ ডিসেম্বর আর ৬ জানুয়ারির পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর সঙ্গে অনার্স প্রথম বর্ষের ১০ জানুয়ারির আরো একটি পরীক্ষা ২৯ ডিসেম্বর এগিয়ে আনা হয়েছে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী দৈনিক আমাদের বার্তাকে বলেন, মূলত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাতে সব শিক্ষার্থী বিসিএসে আবেদন করতে পারেন। 

এর আগে ২৫ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ির ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালায়। সেদিন সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিলো সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে। ভাঙচুরের কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। আতঙ্কিত হন সাধারণ পরীক্ষার্থীরা। পরে পরিস্থিতির উন্নতি না হলে ২৮ তারিখের পরীক্ষাও স্থগিত করা হয়। স্থগিত ওই দুইদিনের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়। তাতে ২৬ নভেম্বরের পরীক্ষা ৬ জানুয়ারি ও ২৮ নভেম্বরের পরীক্ষা ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।  

এই নতুন সূচি নিয়ে আপত্তি জানান সাত কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, এই সময়সূচিতে ২০২৫ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে পরীক্ষা নেয়া হবে। যার ফলে আমাদের মধ্যে বিসিএসে আগ্রহীরা অংশ নিতে পারবেন না। কারণ, বিসিএসের শর্তে বলা হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে যাদের সব পরীক্ষা শেষ হয়েছে তারা আবেদন করতে পারবেন। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা এই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার দাবি জানান। 

এর আগে গত ১২ নভেম্বর সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো ২২ ডিসেম্বর। তবে ২৫ নভেম্বর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের কারণে দুটি পরীক্ষা স্থগিত হয়ে যায়।

বিসিএসের বিজ্ঞপ্তিতে অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা সম্পর্কে যা বলা হয়েছে: যদি কোন প্রার্থী এমন কোন পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর আবেদনপত্র জমা দেয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বর খ্রিষ্টাব্দ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে। 

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। 

জনপ্রিয়