ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নিম্নমানের কাগজে ছাপা, অগ্রণীর ৫০ হাজার পাঠ্যবই বাতিল

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১০:০১, ৬ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

নিম্নমানের কাগজে ছাপা, অগ্রণীর ৫০ হাজার পাঠ্যবই বাতিল

নিম্নমানের কাগজে পাঠ্যবই ছেপে হাতেনাতে ধরা পড়েছে অগ্রণী প্রিন্টিং প্রেস ও কর্ণফুলী আর্ট প্রেস। নোয়াখালীর চৌমুহনীতে গিয়ে এই দুটি প্রেসে প্রাথমিকের পাঠ্যবই নিম্নমানের কাগজে ছাপার ঘটনা হাতেনাতে ধরেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্মকর্তারা। দুটি প্রেসের প্রায় ৫০ হাজার পাঠ্যবই বাতিল করা হয়েছে গতকাল বুধবার। এনসিটিবির একাধিক নির্ভরযোগ্য সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এই দুটি প্রিন্টার্সের মালিক একই ব্যক্তি। গত কয়েকবছর তিনি এভাবেই নিম্নমানের কাগজে বই ছেপেছেন। কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও এনসিটিবির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম ও সাবেক সচিব মোসা. নাজমা বেগম, ৪০০ কোটি টাকার মালিক পিয়ন পানি জাহাঙ্গীর, চাঁদপুর পুরান বাজার কলেজের রতন মজুমদারের সিন্ডিকেটকে ম্যানেজ করে পার পেয়ে গেছেন বলে জোর অভিযোগ রয়েছে।

এনসিটিবির ৪ সদস্য্যের পরিদর্শন টিম গতকাল অগ্রণী ও কর্ণফুলী প্রেসে গিয়ে প্রায় ৫০ হাজার পাঠ্যবইয়ে নানা অনিয়ম ও ত্রুটি পেয়েছেন। সব বইয়েরই কাগজ নিম্নমানের। আবার বইয়ের বাইন্ডিং ঠিক নেই। কাগজের বাস্টিং ফ্যাক্টর কম, বইয়ের সামনের ও পেছনের মলাট খুলে যাচ্ছে। তাছাড়া বই ছাপার ক্ষেত্রেও নানা অনিয়ম দেখেছেন তারা। ৫০ হাজার কপি ত্রুটিপূর্ণ বই সঙ্গে সঙ্গে কেটে ফেলা হয়েছে। 

​এর আগে গত দুই সপ্তাহে রাজধানীর মাতুয়াইলের আরো কয়েকটি প্রতিষ্ঠানের বই বাতিল করা হয়েছে। আনন্দ প্রিন্টার্সকে সতর্ক করা হয়েছে।

১ জানুয়ারি শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য এই পাঠ্যবই ঠিকাদারদের দিয়ে ছাপানো হচ্ছে। সার্বিক মনিটরিং ও তত্ত্বাবধানে রয়েছে এনসিটিবি। এবার ৪০ কোটিরও বেশি বই ছাপা হবে। 

জনপ্রিয়