গণমাধ্যমকে খারাপ আখ্যায়িত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন বলেছেন, আগে যে বই ছাপানো হতো তা অত্যন্ত নিম্নমানের। কাগজের মান ও ছাপানোর মান সবই ছিলো খুবই নিম্নমানের। যেনো ধরেই নিয়েছিলো বস্তির ছেলে-মেয়েরা পড়বেন। এইবার কেমন বই ছাপাচ্ছে। উন্নত মানের ছাপালে খরচ তো হবেই। মিডিয়াকে আরো বিশ্লেষণধর্মী রিপোর্ট ছাপানো উচিত।
সম্প্রতি সংবাদমাধ্যমে ‘ছাপা হচ্ছে ৪০ কোটি পাঠ্যবই, বাজেট বাড়ছে ৫৫০ কোটি টাকা!- এমন শিরোনামসহ কয়েকটি শিরোনাম উদ্ধৃতি করে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে গতকাল শুক্রবার এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক মামুন বলেন, ‘আমাদের মিডিয়া কতটা খারাপ দেখেন। দেখেন কী শিরোনাম করে? ইত্তেফাকের শিরোনাম: নতুন বছরে ছাপা হচ্ছে ৪০ কোটি পাঠ্যবই, বাজেট বাড়ছে ৫৫০ কোটি টাকা! কালেরকণ্ঠের শিরোনাম ‘পাঠ্যবই ছাপতে ব্যয় বেড়েছে ৭০০ কোটি টাকা, মানে উন্নতি! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিরোনাম- ‘ছাপা হচ্ছে ৪০ কোটি পাঠ্যবই, বাজেট বাড়ছে ৫৫০ কোটি টাকা!’
তিনি লিখেন, ‘এমনভাবে শিরোনাম করে যেনো টাকা লোপাট করেছে। যেটা হাইলাইট করা উচিত ছিলো সেটা হলো বইয়ের কাগজের মানের উন্নতি হয়েছে কিনা, ছাপার মানের উন্নতি হয়েছে কিনা ইত্যাদি। আমি যখন কমিটিতে ছিলাম প্রথমেই যেটা বলেছিলাম, সেটা হলো আমাদের ছেলেমেয়েদের যে বই দেবো সে বইয়ের কাগজের, ছাপার মান, ছবির মান উন্নত হতে হবে।
পোস্টে তিনি আরো বলেন, এর আগে এই বিষয়ে লিখেছিলাম অনেকবার। এইসব মান নিয়ে তেমন আলাপ না করে এমন শিরোনাম করেছে যাতে মানুষের মনে সন্দেহ জাগে। তবে যতটা মান বেড়েছে, সেই তুলনায় খরচ বেশি বেড়েছে কিনা দেখা উচিত। আগে তো লুটপাট হতো। সেই লুটপাটের টাকা বাঁচিয়ে এইবার কেনো আগের টাকার পরিমাণ দিয়েই উন্নত মানের বই ছাপানো গেলো না কর্তৃপক্ষর সেই ব্যাখ্যাও দেয়া উচিত ‘