ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হাইস্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

শিক্ষা

সাবিহা সুমি, আমাদের বার্তা

প্রকাশিত: ২১:৪৪, ৭ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

হাইস্কুলে ভর্তির লটারি ১৭ ডিসেম্বর

সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভর্তি আবেদন শেষ হয়েছে গত ৩০ নভেম্বর। এর আগে এ লটারির তারিখ নির্ধারণ করা হয়েছিলো ১২ ডিসেম্বর। টেলিটকের অনুরোধে ও নানা জটিলতায় পেছাতে হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) নতুন তারিখে লটারি অনুষ্ঠিত হওয়ার বিষয়টি দৈনিক আমাদের বার্তাকে নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

এর আগে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তি আবেদন শুরু হয় গত ১২ নভেম্বর।

এদিকে এই ভর্তির আবেদন শুরর পর সরকারিতে শিক্ষার্থীদের আগ্রহের যে জোয়ার দেখা যাচ্ছিলো, সময় শেষে তা আরো বেড়েছে। বিপরীতে প্রকট হয়েছে বেসরকারিতে ভর্তির অনাগ্রহ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পাওয়া তথ্যে এমন চিত্রই দেখা গেছে।

অধিদপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এবার ১৮ দিনে সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৮৩ হাজার ৫৩৯ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এর মধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন পড়েছে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি। এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৬৮০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬ লাখ ৩৫ হাজার ৭২ জন। সরকারিতে স্কুল পছন্দ দিয়েছেন ৯ লাখ ৬৪ হাজার ৮৫০টি।

আর ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে রয়েছে মোট ১০ লাখ ৭ হাজার ৬৭৩টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। তারা স্কুল পছন্দ দিয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৪টি।

একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে।  লটারির পর শুরু হবে ভর্তি প্রক্রিয়া।

 

 

জনপ্রিয়