ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ১১ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শিক্ষার সব স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ৮ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

শিক্ষার সব স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি

শিক্ষার সব স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করাসহ ১০ দফা দাবি জানিয়েছে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ। গতকাল শনিবার পুরানা পল্টনের আজাদ সেন্টারে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভা থেকে অন্তর্বতীকালীন সরকারের কাছে এ দাবি জানানো হয়।

তাদের অন্য দাবিগুলো হলো- অবিলম্বে ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণ করা, প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া, মাধ্যমিক বিদ্যালয়ে আগের মতো হেড মাওলানা ও সহকারি মৌলভী নিয়োগ দেওয়া, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামি শিক্ষা খোলার ব্যবস্থা নেওয়া, যেসব কলেজে অনার্স বন্ধ করা হয়েছে তা আবার চালু করে শিক্ষক নিয়োগ দেওয়া, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা নীতিমালা ২০২৪ বাস্তবায়ন করা, মাদরাসা শিক্ষিতদের সব চাকরিতে প্রবেশে সমঅধিকার দেওয়া, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সে ইসলাম ও নৈতিকতার শিক্ষা বাধ্যতামূলক করা এবং বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসা শিক্ষক–কর্মচারিদের চাকরিতে সরকারি প্রতিষ্ঠানের সমপর্যায়ে আনতে চাকরি জাতীয়করণ করা।

সংগঠনের সভাপতি ড. একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব মো. আবদুর রহমানের সঞ্চালায় সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং শিক্ষকরা বক্তব্য দেন। 

জনপ্রিয়