ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রাহায়ণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

প্রাথমিকে আরো তিন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১২, ৯ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

প্রাথমিকে আরো তিন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার জনিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরো তিন ক্যাটাগরিতে শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। ক্লাস্টারভিত্তিক শরীরচর্চা ও সংগীত শিক্ষক নিয়োগের চিন্তা-ভাবনা চলছে। চারুকলা বিষয়ে শিক্ষক নিয়োগের বিষয়টি এখন অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়ন: আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ মতবিনিময় সভার আয়োজন করে গণসাক্ষরতা অভিযান ।

উপদেষ্টা বলেন,  চলতি মাসেই ১০টি বিদ্যালয় উদ্বোধন করা হবে। এ স্কুলগুলো বিভিন্ন নান্দনিক উপায়ে সাজানো হয়েছে। এগুলো শিশুর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।

উপবৃত্তি বাড়ানো দরকার জানিয়ে এ সময় উপদেষ্টা বলেন, এ বৃত্তির যথাযথ ব্যবহার হচ্ছে না। শিক্ষার্থী না হয়েও উপবৃত্তি গ্রহণের ঘটনা ঘটছে। এটি বন্ধ করতে হবে। অল্প পরিমাণে হলেও উপবৃত্তি শিক্ষার্থীদের মধ্যে একটি উৎসাহের কাজ করে, কিন্তু তার যথাযথ ফলাফল আমরা পাচ্ছি না। সেদিকে নজর দিতে হবে।  বিদ্যালয়ে শিশুদের উপস্থিতি বাড়ানোর জন্য আগামী বছর থেকে মিড ডে মিল চালু করার জন্য সরকার কাজ করছে।

উপদেষ্টা আরো বলেন, এ সময় আমলাতান্ত্রিক জটিলতা এবং কেন্দ্রীয় নীতির কারণে অনেক কিছুই করা সম্ভব হয় না আমাদের সংকট আছে, তবে সরকার তা সমাধানে কাজ করছে। এছাড়াও এখানে সামাজিক-রাজনৈতিক সংকট রয়েছে। নানা চক্র কাজ করছে, সেসব বন্ধ করতে কাজ করতে হবে।

মানসিক স্বাস্থ্য বিকাশে সামাজিক পরিবর্তন আনতে হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, সামাজিক পরিবর্তন ছাড়া শুধু কাউন্সেলিং করে শিশুর মানসিক স্বাস্থ্যের উন্নতি সম্ভব নয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী। সমাপনী বক্তব্যে তিনি বলেন, শিশুদের শিক্ষা নিশ্চিতের জন্য তাদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে। সেজন্য আমরা মতবিনিময় সভা থেকে প্রাপ্ত প্রস্তাবগুলো সরকারের কাছে তুলে ধরবো, যাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে। শিশুর মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্টদের একসঙ্গে কাজের গুরুত্বও তুলে ধরেন তিনি।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন গণস্বাক্ষরতা অভিযানের উপ-পরিচালক তপন কুমার দাশ, সংস্থাটির কার্যক্রম ব্যবস্থাপক আব্দুর রউফ এবং টিচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাজমুল হক। এ সময় আরো বক্তব্য রাখেন ব্র্যাক শিক্ষা ইন্সটিটিউটের সিনিয়র এডভাইজার ড. মুহাম্মদ মুসা। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচের আহ্বায়ক ড. আহমদ মোশতাক রাজা চৌধুরী।

জনপ্রিয়