সরকারি ইডেন মহিলা কলেজে তিন ঘণ্টার পরীক্ষা চার ঘণ্টা ধরে নেয়ার ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি তিন শিক্ষকের বক্তব্য নিয়েছে। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শামছুন নাহার, অধ্যাপক গাজী রুমানা ও সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসাইনের বক্তব্য নেয়া হয়েছে। আজ বুধবার এই কমিটি তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে।
গতকাল মঙ্গলবার অধিদপ্তরের একাধিক কর্মকর্তা ও ইডেন কলেজের কয়েকজন শিক্ষক দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ‘ইডেন কলেজে তিন ঘন্টার পরীক্ষা চার ঘন্টায়’ শিরোনামে গত ৭ ডিসেম্বর দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত প্রতিবেদনটি শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসে। ওই স্বেচ্ছাচারিতার তদন্তে গত সোমবার তিন সদস্যের কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কমিটির প্রধান হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন পরিচালক এবং সহকারী হিসেবে দুই জন উপ-পরিচালককে রাখা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ ও সরেজমিন তদন্তে গতকাল মঙ্গলবার এই কমিটি ইডেন কলেজে গিয়েছে।
তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী দোষীদের শাস্তি দেয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তার আগে গত ৭ ডিসেম্বর দৈনিক আমাদের বার্তায় প্রকাশিত খবরে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ৩ ঘণ্টার পরীক্ষা চার ঘণ্টা ধরে নেয়া হয়েছে সরকারি ইডেন মহিলা কলেজ কেন্দ্রে। গত ১ ডিসেম্বর ভূগোল ও পরিবেশ বিভাগের ‘আরবান জিওগ্রাফি’ বিষয়ের পরীক্ষায় এ কাণ্ড ঘটে বলে জানিয়েছেন ওই পরীক্ষা সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি।
জানা গেছে, কেন্দ্রটিতে পরীক্ষা দিয়েছেন ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে সচিবের দায়িত্বে ছিলেন সরকারি ইডেন মহিলা কলেজের হোম ইকোনমিক্স বিভাগের অধ্যাপক গাজী রুমানা। আর কেন্দ্রের মূখ্য ভূমিকা পালন করেছেন সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসাইন। তার মৌখিক ঘোষণাতেই এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই কেন্দ্রে পরীক্ষা দেয়া এক পরীক্ষার্থী জানিয়েছেন, প্রশ্নপত্রের ওপরে সময় তিন ঘণ্টা দেয়া ছিলো। আমরা জেনেছি, ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেছা কলেজ কেন্দ্রেও নির্ধারিত তিন ঘণ্টায় পরীক্ষা শেষ হয়েছে। কিন্তু ইডেন মহিলা কলেজে তিন ঘণ্টার পরীক্ষা চার ঘণ্টা ধরে নেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই কলেজেরই এক শিক্ষক বলেন, বিষয়টি আমরা বসে মিটমাট করে ফেলেছি। এটা নিয়ে আর নিউজ করার দরকার নেই।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে গত ১২ নভেম্বর। গত ১ ডিসেম্বর বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বিষয়ের পরীক্ষা ছিলো।
চলতি বছরের ৩১ অক্টোবর প্রকাশিত অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে, পরীক্ষা শুরু হবে সাড়ে ১২টায়। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত থাকবে।