ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বুয়েট ছাত্র নি*হত: সরকারের কাছে ৫ দাবি শিক্ষার্থীদের

শিক্ষা

আমাদের বার্তা, ঢাবি

প্রকাশিত: ১৫:৩৮, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৯, ২১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

বুয়েট ছাত্র নি*হত: সরকারের কাছে ৫ দাবি শিক্ষার্থীদের

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সিএসই বিভাগের ২১ ব্যাচের ছাত্র মোতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ পাঁচ দফা দাবি জানান তারা।

শনিবার (২১ ডিসেম্বর) বুয়েট শহিদ মিনারের সামনে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

অভিযুক্তের বিরুদ্ধে সুস্পষ্ট প্রমাণ আছে জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলেন, ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এছাড়া সংবাদ সম্মেলন শেষে একটি প্রতিবাদী মিছিল বের করেন শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো-

১- যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।

২- আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে।

৩- নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে।

৪- তদন্ত কার্যক্রমে বাধাপ্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৫- সড়ক দুর্ঘটনার কারণে আর কারো প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা রাখতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে ৩০০ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনতাসির মাসুদ নিহত হন। এছাড়া ঘটনায় আরো দুই শিক্ষার্থী আহত হন।

আহতরা হলেন, বুয়েটের আহসানউল্লাহ হলের অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২১)। মাসুদসহ তারা তিনজনই বুয়েটের সিএসই বিষয়ে দ্বিতীয় বিভাগের ছাত্র।

পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আহত হন আরো দুই শিক্ষার্থী। এ ঘটনায় গ্রেফতার তিন আসামির ডোপ টেস্টে মাদকাসক্তির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়