ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ডেন্টালে ভর্তি আবেদন শুরু ২৬ ডিসেম্বর

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:২৪, ২১ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

ডেন্টালে ভর্তি আবেদন শুরু ২৬ ডিসেম্বর

২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী ২৪ ডিসেম্বর প্রকাশিত হবে। ভর্তি আবেদন শুরু হবে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) থেকে।

শনিবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর। 

অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘আগামী ২৪ ডিসেম্বর বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ভর্তি আবেদন শুরু হবে ২৬ ডিসেম্বর)। দুই সপ্তাহ কিংবা তার চেয়ে একটু বেশি সময় ধরে আবেদনের প্রক্রিয়া চলবে। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।’

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির আবেদন শুরু হয়েছে ১০ ডিসেম্বর থেকে। ইতোমধ্যে এক লাখের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করেছন। আবেদন করা যাবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত।

দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন।

তিনি বলেন, এক লাখের বেশি ভর্তিচ্ছু শিক্ষার্থী অনলাইনে ভর্তি আবেদন করেছেন। আবেদন সংখ্যা আরো বাড়বে। আবেদনকৃতদের মধ্যে কতজন ফি পরিশোধ করেছেন তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।

এদিকে, মেডিক্যাল ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আগামী ১ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিগগিরই মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত আসে আন্তঃমন্ত্রণালয়ের সভা থেকে। এ বছর এখনো আন্তঃমন্ত্রণালয়ের সভা হয়নি। তবে ভর্তি কমিটির সভায় ১ জানুয়ারি থেকে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

অফলাইন-অনলাইন দুই ধরনের কোচিং সেন্টারই বন্ধ থাকবে জানিয়ে অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, অনলাইনে কোনো কোচিং কার্যক্রম পরিচালনা করা যাবে না। পরীক্ষাও নেয়া যাবে না। কারো বিরুদ্ধে অনলাইনে কোচিং করানোর অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১৭ জানুয়ারি সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।

জনপ্রিয়