ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ে রিচ স্কলারশিপ

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০০:০০, ২২ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

অক্সফোর্ডে বিশ্ববিদ্যালয়ে রিচ স্কলারশিপ

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ আছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এ বৃত্তির নাম ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ-২০২৫’। উন্নয়নশীল দেশের যে যে শিক্ষার্থী অর্থনৈতিক বা উপযুক্ত শিক্ষার সুযোগ-সুবিধার অভাবে নিজেদের দেশে অধ্যয়ন করতে পারছেন না, তারা এ স্কলারশিপে অগ্রাধিকার পাবেন।বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন করা যাবে।

ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়। ধারণা করা হয় ১১শ শতাব্দীর শেষ দিকে অথবা ১২শ শতাব্দীর প্রথমে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম হিসেবে সর্বস্বীকৃত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ৩৯টি কলেজ এবং ৭ টি পার্মানেন্ট প্রাইভেট হলস এর সমন্বয়ে গঠিত। এদের প্রতিটি স্বতন্ত্রভাবে পরিচালিত হয়। সকল ছাত্রকে এদের যেকোনো একটির সঙ্গে যুক্ত থাকতে হয়। আবাসিক সুবিধা ছাড়াও কলেজগুলোতে ছাত্রদের ক্লাস নেয়া হয়।

সুযোগ সুবিধাসমূহ

• কোর্সের মেয়াদ অনুযায়ী স্কলারশিপের মেয়াদ ৩–৪ বছর হয়ে থাকে;

• সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে;

• জীবনযাত্রার খরচ বাবদ মাসিক উপবৃত্তি মিলবে;

• প্রতিবছর বিমানে আসা-যাওয়ার জন্য একবার টিকিট মিলবে আবেদনের যোগ্যতা

• অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে;

• অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে;

• প্রার্থীকে পড়াশোনা শেষ করার পর নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে হবে;

• যে আবেদনকারী কখনো স্নাতক স্তরে পড়াশোনা করেননি তিনি অগ্রাধিকার পাবেন অধ্যয়নের বিষয় প্রত্নতত্ত্ব ও নৃতত্ত্ব, জৈব রসায়ন, জীববিদ্যা, বায়োমেডিক্যাল সায়েন্স, রসায়ন, শাস্ত্রীয় প্রত্নতত্ত্ব ও প্রাচীন ইতিহাস, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ফিলোসফি, অর্থনীতি ও ব্যবস্থাপনা, ইংরেজি ভাষা ও সাহিত্য, চারুকলা, ভূগোল, ইতিহাস ও রাজনীতি, আইন, পদার্থবিজ্ঞান, গণিত, আধুনিক ভাষা এবং ভাষাবিজ্ঞান, সংগীত ইত্যাদি। দেশের তালিকা আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, বেলারুশ, ভুটান, ব্রাজিল, কম্বোডিয়া, ক্যামেরুন, চীন, কলম্বিয়া, কোস্টারিকা, আইভরি কোস্ট, কিউবা, জিবুতি, ইকুয়েডর, মিসর, ঘানা, হাইতি, হন্ডুরাস, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কেনিয়া, কসোভো, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, নেপাল, নাইজেরিয়া ও জিম্বাবুয়ে। আবেদন প্রক্রিয়া স্কলারশিপ সম্পর্কে

বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.ox.ac.uk/admissions/undergraduate/fees-and-funding/oxford-support/reach-oxford-scholarship

 

জনপ্রিয়