দেশের শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, জাতিকে মেধাশূন্য করতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, শিক্ষার পরিবেশ নষ্ট ও নৈরাজ্যসহ এমন কোনো অপকর্ম নেই যে তারা করেনি। তাদের কারণে মেধাবীরা বিদেশমুখী হয়েছে।
শিক্ষার উপযুক্ত পরিবেশ ফিরিয়ে আনতে ও মেধাবী জাতি গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ডেমরা কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী আরো বলেন, ‘আওয়ামী লীগ কর্তৃক শিক্ষাঙ্গনে নজিরবিহীন দলীয়করণ, নিয়োগবাণিজ্য, অটোপাশ, অর্থ কেলেঙ্কারি ও প্রশ্নপত্র ফাঁসের মতো অপকর্ম দেশের শিক্ষা ব্যবস্থাকে গভীর সংকটের মুখে ফেলে দিয়েছে। আমরা এই দুরবস্থা কাটিয়ে ছাত্র-ছাত্রীদের উপযুক্ত শিক্ষার পরিবেশ ও শিক্ষা ব্যবস্থা উপহার দিতে চাই। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে- যেন শিক্ষাঙ্গনে বিগত ফ্যাসিস্ট সরকারের সেই নৈরাজ্য আর ফিরে না আসে।’
অধ্যক্ষ ড. মো. নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. আবদুল জলিল ও সদস্য জয়নাল আবেদিন রতন প্রমুখ।