শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষার্থীদের রাজনীতির নামে দুর্বৃত্তায়ন ও দখলদারিত্ব যেনো ফিরে না আসে। সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে।
রোববার (২২ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে উচ্চ শিক্ষা বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, উচ্চ শিক্ষা ও গবেষণায় একটা সুস্থ পরিবেশ তৈরি করতে চাই। এখন আমরা যে চেষ্টা চালাচ্ছি স্বল্প সময়ের জন্য, দলীয়করণকে বাদ দিয়ে একটা পরিবেশ তৈরির যে চেষ্টা চলছে। এটি অব্যাহত থাকলে মেধার স্বীকৃতি ও প্রকৃত মূল্যায়ন হবে। এবং বৈশ্বিক মানের উচ্চ শিক্ষার পথে আরো আগ্রহী হতে পারি সে চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।