ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ , ১০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ভাতা বাড়লেও মহাসমাবেশের ডাক ট্রেইনি চিকিৎসকদের

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৭:০০, ২৫ ডিসেম্বর ২০২৪

সর্বশেষ

ভাতা বাড়লেও মহাসমাবেশের ডাক ট্রেইনি চিকিৎসকদের

ভাতা বাড়লেও মহাসমাবেশের ডাক দিয়েছেন দেশের ট্রেইনি এবং রেসিডেন্ট চিকিৎসকরা। গতকাল মঙ্গলবার ডক্টরস মুভমেন্ট অব জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন এ কথা জানান।

তিনি বলেন, ভাতা বৃদ্ধির দাবিতে যতবার রাস্তাতে নামি ততবার পাঁচ হাজার টাকা বাড়ানো হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার করা হয়েছে। এটা আমরা প্রত্যাখ্যান করেছি এবং প্রজ্ঞাপন আগুন দিয়ে পুড়িয়েছি।

ডা. জাবির হোসেন বলেন, আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে আমাদের ভাতা ৫০ হাজার টাকা না করা হলে আগামী রোববার শাহবাগে মহাসমাবেশ করা হবে। পাশাপাশি অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার থেকে ৩০ হাজার করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ অ্যান্ড সার্জনস্ (বিসিপিএস)-এর এফসিপিএস ১ম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীদের বিদ্যমান মাসিক পারিতোষিক ভাতার হার বিদ্যমান ২৫ হাজার টাকা হতে ২০ শতাংশ বৃদ্ধি করে ৩০ হাজার টাকা নির্ধারণ করা হলো। যা আদেশ জারির তারিখ থেকে প্রযোজ্য হবে।

জনপ্রিয়