বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, সাত দশক ধরে নিরলসভাবে উন্নত মানের গবেষণা ও প্রকাশনা করে যাচ্ছে এশিয়াটিক সোসাইটি। বাংলাপিডিয়াসহ কয়েকটি প্রকাশনার নাম উল্লেখ করে তিনি বলেন, সোসাইটির গবেষণা ও প্রকাশনার মান বিশ্বব্যাপী সমাদৃত।
শুক্রবার (৩ জানুয়ারি) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ৭৩তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানটি রাজধানীর নিমতলীস্থ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি চত্বরে আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠানের শুরু হয়।
অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ড. ওয়াকিল আহমেদ ‘বাংলার মুসলমানের শিকড় শীর্ষক স্মারক বক্তৃতা দেন।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সহ-সভাপতি ও পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে এশিয়াটিক সোসাইটির সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।