তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এবার অনশনরত শিক্ষার্থীদের সমর্থনে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। কাউকেই ভবনে ঢুকতে দেননি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ভাই তাদের জন্য অনশন করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও প্রশাসন কোনো উপযুক্ত পদক্ষেপ নেয়নি।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে ক্যাম্পাসের প্রধান ফটক, শহীদ সাজিদ অ্যাকাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেছেন। জবির প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক শিক্ষকদের ভিতরে প্রবেশ করতে দিতে বললেও অনশনরত শিক্ষার্থীরা তা শোনেননি।
আরো পড়ুন:
জবির দ্বিতীয় ক্যাম্পাস: মধ্যরাতে অনশনস্থলে ছাত্রীরা
অনশনে অসুস্থ জবির দশ শিক্ষার্থী
জবির ২০২০-২০২১ সেশনের একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের শিক্ষার্থী আতাউল্লাহ আল আহাদ বলেন, সাধারণ শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিরসন ও ২য় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর নিকট হস্তান্তর না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবেই চলবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা একাডেমিক ভবনের গেইট ছাড়বো না। দল-মত-জাতি নির্বিশেষে সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণের জন্য বিনীতভাবে আহবান জানাচ্ছি।
উল্লেখ্য তিন দফা দাবি নিয়ে জবির সাধারণ শিক্ষার্থীরা গতকাল অনশন শুরু করেছে। ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে অন্তত ১৪ শিক্ষার্থী। শিক্ষার্থীরা দাবি সংশ্লিষ্ট চার দপ্তরের প্রতিনিধি ছাড়া অনশন ভাঙবেন না বলে জানান।
তাদের দাবিগুলো হলো, ১. ২য় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা ২. শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা ৩. অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীক আবাসন ভাতা দিতে হবে।