ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ৪ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃ*ত্যুর তারিখ সংশোধন, ভুলে জড়িতদের শোকজ

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২, ১৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:০২, ১৬ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

পাঠ্যবইয়ে আবু সাঈদের মৃ*ত্যুর তারিখ সংশোধন, ভুলে জড়িতদের শোকজ

নবম-দশম শ্রেণির ইংরেজি বইয়ে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এ ছাড়াও পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে শহীদ নাফিসা হোসেনের নাম ভুলভাবে ‘নাহিয়ান’ ছাপানো হয়েছিল, তা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানিয়েছেন, যারা সংশ্লিষ্ট ছিলো তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিচ্ছি। কেনো এ ধরনের গাফিলতি তাদের হলো। এটা অবশ্যই তাদের একটা অদক্ষতাই বলবো।

তিনি বলেন, ছাপাখানার মালিকরা একদিকে যেমন লাভ খুঁজছে আর অন্যদিকে এই কাজটি পিছিয়ে দিয়ে যাতে জাতি সংকটের মধ্যে পড়ে সেই অপচেষ্টাতেই তারা লিপ্ত রয়েছে বলে প্রতিয়মান হয়েছে।

জানা গেছে ইতোমধ্যে নয়টি প্রতিষ্ঠানের নিম্নমানের ছাপানো পাঠ্যবই তুলে নেয়া হয়েছে। আর ১৮টি ছাপাখানা নিজেদের সক্ষমতার সদ্ব্যবহার করেনি।

জনপ্রিয়