শূন্যপদে সর্বজনীন বদলির দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও লংমার্চ পালন করছেন শিক্ষকরা। সারা দেশ থেকে আসা এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকেরা এই লংমার্চে অংশ নেন।
রোববার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ লংমার্চ শুরু করেন শিক্ষকেরা।
বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যনারে এ কর্মসূচি পালন করছেন তারা।
শিক্ষকেরা জানিয়েছে, বর্তমান সরকার এনটিআরসিএর সুপারিশ প্রাপ্ত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন জারি করেছে যা নিরসন নয়, বৈষম্য সৃষ্টি করে শিক্ষক-কর্চারীদের হতাশ করেছে। তাই সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করতে হবে।
তারা জানায়, এমপিওভুক্ত হাজারো শিক্ষক নিজ-নিজ এলাকা থেকে কয়েকশ কিলোমিটার দূরে সামান্য বেতনে চাকরি করে আসছে। দূরে চাকরি করায় তাদের নানা ধরনের সমস্যায় মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। যার ফলে ক্লাসে পাঠদান কার্যক্রমে মনযোগ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক শিক্ষক স্বজন হারানোর সংবাদ পেয়েও বাড়িতে গিয়ে জানাজা, কাফন-দাফন এর কাজে অংশগ্রহণ করতে পারেন না যা খুবই বেদনাদায়ক।
শিক্ষকেরা জানান, বদলি প্রত্যাশীরা এই নীরব কান্না বুকে ধারণ করে মনোকষ্ট নিয়ে চাকরি করছেন। অথচ বদলি চালু করতে সরকারের কোনো আর্থিক বাজেটের প্রয়োজন নেই।
২০২১-এর এমপিও নীতিমালার আগে সব এমপিও নীতিমালায় এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিলো। ১ আগস্ট শুধুমাত্র এনটিআরসিএ সুপারিশ প্রাপ্তদের পারস্পরিক বদলির প্রজ্ঞাপন দেয় যা ১ শতাংশ শিক্ষকেরও উপকারে আসছে না।
বর্তমান সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করলে সর্বজনীন বদলির আশ্বাস দিয়েও শুধুমাত্র এনটিআরসিএর সুপারিশকৃত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন জারি করে বৈষম্য