মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজের শিক্ষার্থীরা। এসময় দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়।
রোববার ( ১৯ জানুয়ারি) রাতে রাজধানীর মিলন চত্বর থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে এসে জড়ো হয় তাঁরা। এসময় তাঁদের সঙ্গে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরাও যোগ দেয়।
এছাড়াও, সোমবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় সারাদেশে প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে তারা।
আরো পড়ুন: ভর্তি পরীক্ষায় এখনো কীসের কোটা, প্রশ্ন সারজিসের
রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেয়া হয়। এসময় বিক্ষোভে বুয়েটের শিক্ষার্থীরাও যোগ দেয়।
শিক্ষার্থীরা বলেন, কোটার মাধ্যমে আবারো মুজিববাদ ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও কোটা রয়ে গেছে। অবিলম্বে এই কোটা প্রথা বাতিল করতে হবে।
শিক্ষার্থীরা উল্লেখ করেন, যে কোটা সংস্কারের জন্য এতো এতো প্রাণ গেল, সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। এই ফলাফল বাতিল করে শুধু মেধার ভিত্তিতে নতুন ফলাফল প্রকাশের দাবি জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।
উল্লেখ্য, দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল রোববার বিকেলে প্রকাশ করা হয়। এবার পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। অংশগ্রহণকারী এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থীর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য ২ শতাংশ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ কোটা সংরক্ষণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।