ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদ যেমন দুর্দান্ত, প্রেসিডেন্ট হিসেবে ফ্লোরেন্তিনো পেরেজ ততটাই অদম্য। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে তার বিকল্প যেন খুঁজেই পাওয়া যায় না।
আজ সোমবার (২০ জানুয়ারি) আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবটির প্রধান হিসেবে নির্বাচিত হলেন পেরেজ।
বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, এই মেয়াদে ২০২৯ পর্যন্ত লস ব্লাংকোদের বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন পেরেজ। সবচেয়ে অবাক করা তথ্য হলো, এই নিয়ে চতুর্থবার মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রতিপক্ষের সম্মুখীন হতে হয়নি তাকে। ২০১৩, ২০১৭, ২০২১ এর পর ২০২৫ খ্রিষ্টাব্দের নির্বাচনেও জয় পেয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
পেরেজের দুই দফার পাঁচ মেয়াদে রিয়াল মাদ্রিদের ফুটবল ও বাস্কেটবল দল মোট ৬৫টি ট্রফি জিতেছে। এর মধ্যে আছে ৭টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ইউরো লিগ চ্যাম্পিয়নশিপ।
২০০০ খ্রিষ্টাব্দে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট নির্বাচিত হন পেরেজ। তারপর গঠন করেন মাদ্রিদের বিখ্যাত গ্যালাক্টিকো যুগ। যে দলটিকে বলা হয় ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল। ২০০৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত সভাপতি থেকে পদ থেকে অব্যাহতি নেন পেরেজ। ফের নির্বাচিত হয়ে আসেন ২০০৯ খ্রিষ্টাব্দে। সেই থেকে এখনও একই পদে বহাল আছেন ৭৭ বছর বয়সী পেরেজ।
প্রেসিডেন্ট হিসেবে পেরেজই শতবর্ষের পুরোনো এই ক্লাবের সবচেয়ে সফল প্রধান। যদিও সময়ের দিক থেকে তাঁর চেয়েও বেশি সময় প্রেসিডেন্ট ছিলেন সান্তিয়াগো বার্নাব্যু। ১৯৪৩ থেকে ১৯৭৮ খ্রিষ্টাব্দের ২ জুন মৃত্যু পর্যন্ত টানা ৩৪ বছর ২৬৪ দিন রিয়ালের প্রেসিডেন্ট ছিলেন বার্নব্যু। দ্বিতীয় সর্বোচ্চ সময় কাটানো পেরেজ এরই মধ্যে ২০ বছর পেরিয়েছেন।