ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পুলিশের বাধায় শাহবাগে আটকে গেলো শিক্ষকদের পদযাত্রা

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ২৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫০, ২৪ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

পুলিশের বাধায় শাহবাগে আটকে গেলো শিক্ষকদের পদযাত্রা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়া হয়।

এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেন শিক্ষকরা। তার আগে আন্দোলনকারীরা বলেন, দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা।

 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, আমাদের দাবি না মানলে দুপুর ১২টার পর যমুনা অভিমুখে পদযাত্রা করব। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে সেখানে যাবো। আমরা তার সাক্ষাৎ চাইব।

আরো পড়ুন: দশম গ্রেড বাস্তায়ন দাবি: যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি শিক্ষকদের

আজ ভোর থেকে সারাদেশ থেকে এসে শহিদ মিনারে জড়ো হন শিক্ষকরা। সকাল ১০টায় তাদের সমাবেশ শুরু হয়। সমাবেশে শিক্ষকদের ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে দেখা যায়।

জনপ্রিয়