ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবি

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:১২, ৩১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১১:১৬, ৩১ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবি

বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি’ করে অধ্যাদেশ জারি ও স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে ঢাকা—টাঙ্গাইল মহাসড়ক ২ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কের খাড়াজোড়া এলাকায় সড়কের উপর অবস্থান নিয়ে তারা ওই কর্মসূচী পালন করেন। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে পড়ে যাত্রী পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

শিক্ষার্থী ও পুলিশ সুত্রে জানা যায়, বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের দাবি এবং বর্তমান "বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি" নাম পরিবর্তন করে "বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি" নামে অধ্যাদেশ জারির দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে। বেলা সাড়ে ১১টার দিকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা—টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর ফায়ার সার্ভিস অফিসের সামনে গিয়ে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দিয়ে দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুইপাশে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসযাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং স্থানীয় যাত্রীরা। বিশেষ করে অফিসগামী মানুষ এবং শিক্ষার্থীরা সময়মতো গন্তব্যে পেঁৗছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

এসময় এ আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে আমরা স্থায়ী ক্যাম্পাস এবং কলের নাম পরিবর্তন করে অধ্যাদেশ জারির জন্য আন্দোলন করছি, কিন্তু এখনো কোনো আশ্বাস বাস্তবায়িত হয়নি। তাই বাধ্য হয়েই আমরা সড়কে নেমেছি। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) রিয়াদ মাহমুদ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বস দিলে শিক্ষার্থীরা দুপুর দেড়টার দিকে সড়ক থেকে সরে গেলে সড়কে যানচলাচল স্বাভাবিক হতে থাকে।

জনপ্রিয়