রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) সড়কে জুমার নামাজ আদায়ের ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত ৩টার দিকে তিতুমীর ঐক্যের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে সরকারি তিতুমীর কলেজের সামনে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদল। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে একদল শিক্ষার্থী ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অনশন করছেন। তাদের সঙ্গে কথা বলছেন মন্ত্রণালয়ের প্রতিনিধিদলটি।
জানা গেছে, প্রতিনিধিদলে একজন যুগ্ন সচিব রয়েছেন। তারা গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করছেন। তিতুমীর কলেজ নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, তারা এটা নিয়ে কাজ করছেন।
এর আগে, গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার পর থেকে কলেজটির মূল ফটকে সামনে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে এই কর্মসূচি পালন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী। পাশাপাশি বৃহস্পতিবার দুপুরে কলেজের মূল ফটকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।