ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৩, ৩১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৩৪, ৩১ জানুয়ারি ২০২৫

সর্বশেষ

গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ্ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এসএম ইমতিয়াজ উদ্দিন ও রথিন্দ্র কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি তোমাদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার অনেক গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং মনোযোগসহকারে পড়ালেখা করতে হবে। প্রত্যেককে ভালো মানুষ ও সুনাগরিক হওয়ার জন্য যা যা করণীয় সবকিছুরই চর্চা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন শান্তিগঞ্জ উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী, এডহক কমিটির সদস্য মিটন তালুকদার, রাজেশ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান ও সদস্য হারুন রশীদ তালুকদার।

দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় ২৮ টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। এ সময় এলাকার অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ আমিন্ত্রত অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়