ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল জাবি

শিক্ষা

আমাদের বার্তা, জাবি

প্রকাশিত: ১৭:২৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৪৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভে উত্তাল জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরিক্ষায় অযৌক্তিক পোষ্য কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলার ভাসানী চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন হল ঘুরে লাইব্রেরি হয়ে নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। এ সময় রেজিস্ট্রার ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

এ সময় ‘দাবি মোদের একটাই, পোষ্য কোটার বাতিল চাই; হলে হলে খবর দে, পোষ্য কোটার কবর দে; সংস্কার না বাতিল, বাতিল বাতিল; শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না; আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

এ বিষয়ে বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নাদিম মাহমুদ বলেন, আমরা চাই অযৌক্তিক পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিল হোক। একটি যৌক্তিক দাবী নিয়ে এখানে এসেছি। সংস্কারের নামে ফাঁকি দেয়া হয়েছে। আমরা কোনো সংস্কার চাই না। পোষ্য কোটা একেবারে বাতিল করতে হবে।

বোটানির ছাত্র ফারুক বলেন, নতুন বাংলাদেশে আর কোনো কোটা চাই না। কোটা সংস্কার নয় বাতিল করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের শিক্ষার্থী সৃষ্টি বলেন, যে কর্মকর্তা-কর্মচারীরা আমাদের হুমকি দিতে পারে তাদের আমরা জাহাঙ্গীরনগরে চাই না। যদি প্রশাসন পোষ্য কোটা বাতিল ও যথাসময়ে জাকসু বাস্তবায়ন করতে না পারে, তাহলে আরো একটা আন্দোলনের সূচনা হবে জাহাঙ্গীরনগর থেকে।

জনপ্রিয়