ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সুইডেনে স্কুলে গু*লি, ওরেব্রোতে জরুরি অবস্থা

শিক্ষা

প্রকাশিত: ০১:২১, ৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:৪৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

সুইডেনে স্কুলে গু*লি, ওরেব্রোতে জরুরি অবস্থা

সুইডেনের ওরেব্রো শহরের একটি স্কুলে গুলিবর্ষণের ঘটনায় পুরো শহরে জরুরী অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারে নিরপদে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। স্কুটিতে গুলিবর্ষনে পাঁচজন আহত হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী পুলিশ জানিয়েছে, মোট পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজন ছিলেন আততায়ী। যিনি মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার কিছু পরে ওরেব্রোতে একটি স্কুল ভবনে সন্দেহজনক গুলিবর্ষণের ঘটনার খবর পুলিশ জানতে পেরে পশ্চিম হগা এলাকার স্কুল ক‍্যাম্পাসটি ঘিরে ফেলে। পুলিশের সঙ্গে গোলাগুলি হয়। জাতীয় সন্ত্রাস দমনের জন‍্য স্পেশাল বাহিনীও এতে যোগ দেয়।
পুলিশ অফিসার রবার্তো ফরেস্ট বলেন, বেশ কয়েকজন আহত ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় ক‍্যাম্পাসের ভেতরে পাওয়া গেছে এবং আহতদের মধ্যে একজনকে আততায়ী হিসাবে সন্দেহ করা হচ্ছে। যে পরে মারা গেছে বলে পুলিশ জানায়। এটাকে একটি চলমান গুরুতর সহিংস অপরাধ হিসেবে আখ‍্যায়িত করে সারা সুইডেন থেকে একাধিক পুলিশ ইউনিটসহ স্পেশাল ফোর্সকে ডেকে আনা হয়। সারা শহরে তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা জারি করা হয়। পুলিশের মুখপাত্র লার্স হেডেলিন জনসাধারণকে নিরাপদ অবস্থানে সরে যেতে নির্দেশ দেন।
ওরেব্রোতে সহিংসতার ঘটনাটি সুইডিশ রাজনীতিবিদদের মধ‍্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ‘নিজের জীবনের জন্য উদ্বিগ্ন হয়ে শ্রেণীকক্ষে সীমাবদ্ধ থাকা এমন একটি দুঃস্বপ্ন যা কাউকেই অনুভব করতে হবে না,’ বলে বিবৃতি দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উল্ফ ক্রিস্টারসন।

সুইডিশ সরকার পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং ঘটনাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অভিযান এখনো চলছে এবং জনসাধারণের জন্য পুলিশের তথ্য অনুসরণ করা গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী ক্রিস্টারসন আরো বলেন, ‘আমার আহবান হলো, কীভাবে এই অপরাধগুলো ঘটেছে তার তদন্ত করা।’ বিরোধী জোটের নেত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন ক্ষতিগ্রস্ত ব্যক্তি, তাদের আত্মীয়স্বজন এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে জনসাধারণ এখন পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করে।’ শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছে।

জনপ্রিয়