![গণিত শিক্ষাকে আরো সুসংহত করে তুলতে হবে: গণশিক্ষা সচিব গণিত শিক্ষাকে আরো সুসংহত করে তুলতে হবে: গণশিক্ষা সচিব](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/masud-rana-2-2502090747.jpg)
প্রাথমিক ও গণশিক্ষার সচিব আবু তাহের মো. মাসুদ রানা বলেছেন, গণিতে দক্ষ হয়ে উঠলে, বিজ্ঞান চর্চা গুরুত্ব সহকারে অধ্যয়ন করলে আমরা বিজ্ঞান চর্চায় অগ্রসর হতে পারবো। তাই প্রাথমিক স্তর থেকে পরবর্তী শ্রেণিতে গণিত শিক্ষাকে আরো সুসংহত করে তুলতে হবে, যাতে আমরা যৌক্তিক জ্ঞানসম্পন্ন মেধাবী জনগোষ্ঠী তৈরির কার্যক্রম গ্রহণ করতে পারি। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্যের দিকে দেশ এগিয়ে যাবে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকার সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) অডিটোরিয়ামে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
আলোচনার বিষয় ছিলো- ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিক্ষা: যান্ত্রিক স্বয়ংক্রিয়তার যুগে মানবসত্তা ও মানবিক ক্ষমতার স্বকীয়তা, সুরক্ষা এবং বিকাশ’।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আরো আকর্ষণীয় ও কার্যকর করতে হবে একই সঙ্গে এআইয়ের নির্ভরতা যেনো আমাদের বৈচিত্রশীল মানসিক ক্ষমতাকে ব্যহত না করে।