ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের নাম পরিবর্তন

শিক্ষা

আমাদের বার্তা, বেরোবি

প্রকাশিত: ১৫:৩৩, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের নাম পরিবর্তন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র ও ছাত্রীদের দুটি আবাসিক হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪ হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ফেলানী হল’ নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্ততিতে জানানো হয়, শনিবার (৮ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১শ ১০তম সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের অবদানকে স্মরণীয় করে রাখতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলমান থাকবে।

উপাচার্য এ সময় এ দিবসটি জাতীয় পর্যায়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পালনের আহ্বান জানান।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, জুলাই আন্দোলনে বেরোবি’র আহত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ছাড়া প্রতিবছর ভাষার মাসে আবু সাঈদ স্মরণে বইমেলার আয়োজন করা হবে উল্লেখ করে তিনি আরো জানান, প্রতিবছর ভাষার মাস ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শহীদ আবু সাঈদের নামে সাতদিনব্যাপী বইমেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয়