ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সুস্থ থাকতে শরীর চর্চাও করতে হবে: বাগেরহাট পুলিশ সুপার

শিক্ষা

আমাদের বার্তা, রামপাল (বাগেরহাট)

প্রকাশিত: ২০:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

সুস্থ থাকতে শরীর চর্চাও করতে হবে: বাগেরহাট পুলিশ সুপার

সুস্থ থাকতে শরীর চর্চাও করতে হবে: বাগেরহাট পুলিশ সুপার

বাগেরহাটের জেলা পুলিশ সুপার তৌহিদ আরিফ বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়।

তিনি বলেন, আগামীতে রামপালের একমাত্র উচ্চতর নারী বিদ্যাপীঠ সুন্দরবন মহিলা কলেজ লেখাপড়ায় আরো এগিয়ে যাবে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষায় ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রেখে বাংলাদেশকে এগিয়ে নেবে এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা, আমি সে প্রত্যাশাই করছি। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বাগেরহাট জেলার রামপালের সুন্দরবন মহিলা কলেজের অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদ আরিফ এসব কথা বলেন। 

এ সময় মহিলা কলেজের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম সভাপতির বক্তব্যে বলেন, এই উচ্চতর নারী বিদ্যাপীঠের লেখাপড়া ও সাংস্কৃতিক শিক্ষাকে এগিয়ে নিতে আমরা কাজ শুরু করেছি, যাতে করে আমাদের মেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও সুনাম ও মর্যাদা নিয়ে এগিয়ে যেতে পারেন, সেজন্য কাজ করছি।

তিনি বলেন, আপনারা জানেন যে, এই কলেজের ছাত্রীদের লেখাপড়া এগিয়ে নিতে ‘দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষাবৃত্তি’ চালু করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২২ জন মেধাবী ছাত্রীদের দুই হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। আগামীতেও এটি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, কলেজের সমৃদ্ধি ও সুনাম রক্ষায় আমরা অতীতের সব কিছু ভুলে এই উচ্চতর নারী বিদ্যাপীঠের শিক্ষাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। সবার সহযোগিতা পেলে নারী শিক্ষায় আমাদের মেয়েরা বিশেষ অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য আয়শা সিদ্দীকা মানি, বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সামীউল ইসলাম, সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক মো. গোলাম ইয়াছিন, সহঅধ্যাপক আবুল মুক্তাদির, উপজেলা বিএনপির সদস্য লাভলু ফকির, শাহিদা আক্তার প্রমুখ। 

পরে বাগেরহাট জেলা জাসাস (জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা)-এর পরিচালক নার্গিস আক্তার লুনা এবং তার সহযোগীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। 

এ সময় প্রধান অথিতিসহ উপস্থিত সবাই এই মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
 

জনপ্রিয়