ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি অধ্যাপক আজাদ খান

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি অধ্যাপক আজাদ খান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ( মাউশি) অধিদপ্তরের নতুন মহাপরিচালক (চলতি দায়িত্ব) নিযুক্ত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান। তিনি জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে কর্মরত।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, এই চলতি দায়িত্ব কোনো পদোন্নতি নয়। এই পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগ করা হলে তার যোগদানের তারিখ থেকে এই চলতি দায়িত্বের আদেশটি বাতিল বলে গণ্য হবে।

এর আগে, ড. এহতেসাম উল হককে মহাপরিচালকের দায়িত্বে নিযুক্ত করা হয়েছিলো। তিনি পটুয়াখালী সরকারি কলেজে কর্মরত ছিলেন। তবে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের আরেক আদেশে তাকে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করে অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণআন্দোলনে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অধ্যাপক নেহাল আহমেদের চুক্তি বাতিল হয়। পরে রুটিন দায়িত্ব পান অধ্যাপক এ বি এম রেজাউল করীম। বিদায়ী বছরের ডিসেম্বরে চলতি দায়িত্ব পান রেজাউল করিম। চলতি বছরের ২ জানুয়ারি তিনি অবসরে গেলে মহাপরিচালকের পদটি শূন্য হয়।
পরে ২০ জানুয়ারি রুটিন দায়িত্ব পান অধ্যাপক ড. একিউএম শফিউল আজম। পরে চলতি দায়িত্ব পান পটুয়াখালী সরকারি কলেজে অধ্যাপক ড. মো. এহতেসাম উল হক। এবার শিক্ষার এই গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক মুহাম্মদ আজাদ খান।

জনপ্রিয়