
অধ্যাপক ড. জাহিদুল ইসলামকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তিনি একই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাশের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এই পদ নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে তিনটি শর্তযুক্ত করা হয়েছে।
সেগুলো হলো- নিয়োগের মেয়াদকাল হবে যোগদানের তারিখ হতে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারবেন।
>> তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাদি পাবেন।
>> উপাচার্য পদে তিনি সব দায়িত্ব পালনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ মেনে কাজ করবেন।
অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ভারতের বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। জলবায়ুসংক্রান্ত তার পাঁচটি গ্রন্থ ছাড়াও দেশে এবং বিদেশে অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ১৯৫৫ সালে ফেনীর ছাগলনাইয়ার দৌলতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।