ঢাকা সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

শিক্ষা

দৈনিক শিক্ষাডটকম, ইবি

প্রকাশিত: ১৩:৩৭, ৯ মার্চ ২০২৫

সর্বশেষ

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি কমানোর দাবিতে ফের মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এ সময় তারা এনরোলমেন্ট পরীক্ষার ফি ৪ হাজার ২০ টাকা থেকে কমিয়ে ৩শ টাকা করার দাবি জানান।

রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘আইনের শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবী’র ব্যানারে তারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষানবিশ আইনজীবীরা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় আমাদের বিভিন্ন সময়ে অনেক টাকা ফি দিতে হয়। এছাড়া যাতায়াত ও থাকা খাওয়া ভাড়া মিলে আমাদের ও আমাদের পরিবারের ওপরে অনেক চাপ পড়ে যায়। আমরা এই অযৌক্তিক ফির প্রতিবাদে আগেও মানববন্ধন করেছি। কিন্তু যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

আমরা এই অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি অতিদ্রুত বাতিল চাই। বৈষম্যহীন ফি বাতিল চাওয়া আমাদের অধিকার। আমরা কোনো অন্যায় আবদার করছি না। বিসিএসসহ অন্যান্য পরিক্ষার ফি’র সঙ্গে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে।

ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, আমাদের প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য ১ হাজার ৮০ টাকা দিতে হয়। 

এর পরে আবার পরীক্ষায় বসার জন্য ৪ হাজার ২০ টাকা দিতে হয় অথচ বাংলাদেশের সব চাকরিতে ২শ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বার কাউন্সিলে আমাদের বেশি টাকা দিয়ে আবেদন করতে হয়। আমরা চাই, অনতিবিলম্বে সব চাকরির সঙ্গে মিল রেখে বারের ফি নির্ধারণ করতে হবে নতুবা আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

জনপ্রিয়