ঢাকা সোমবার, ১০ মার্চ ২০২৫ , ২৫ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘কমপ্লিট শাটডাউন’ রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের

শিক্ষা

দৈনিক শিক্ষাডটকম, রাজশাহী

প্রকাশিত: ১৭:২২, ৯ মার্চ ২০২৫

সর্বশেষ

‘কমপ্লিট শাটডাউন’ রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের

‘কমপ্লিট শাটডাউন’ রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদে

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ও ৫ দফা দাবিতে রাজশাহী মেডিক্যাল কলেজের সাধারণ শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকেরা এবার তিনদিনের ‘কমপ্লিট শাটডাউন’-এর ঘোষণা করেছেন।

রোববার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ করেন। 

বিক্ষোভ শেষে তারা রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর পাঁচ দফা দাবি উল্লেখ করে একটি স্মারকলিপি পেশ করেন। ইন্টার্নদের দাবিগুলোর মধ্যে রয়েছে- 

১. MBBS/BDS ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না। এ আইনের বিরুদ্ধে করা BMDC-এর বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে; BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের দিতে হবে; ২০১০ খ্রিষ্টাব্দ থেকে হাসিনা সরকার MATS-দের BMDC থেকে registration দেওয়া শুরু করে। এই MATS-দের BMDC থেকে registration দেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে।

২. উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ OTC Drug list update করতে হবে। MBBS ও BDS ছাড়া অন্য কেউ OTC list-এর বাইরে drug prescribe করতে পারবেন না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো OTC list-এর বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।

৩. স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনে- 
ক. দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সব শূন্যপদ পূরণ করতে হবে। আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে আগের মতো ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিতে হবে। 
খ. প্রতিবছর ৪-৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্যখাতের ভারসাম্য বজায় রাখতে হবে। গ. ডাক্তারদের BCS এর বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৪. সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (MATS) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজগুলো বন্ধ করে দিতে হবে। ইতোমধ্যে, পাস করা MATS শিক্ষার্থীদের SACMO পদবি রহিত করে ‘মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। 
নতুনভাবে MATS-এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদের paramadics-এ প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করতে হবে।

৫. চিকিৎসক সমাজের ন্যায্য অধিকার আদায়ে সব চিকিৎসককে ১০ মার্চ থেকে চলমান আন্দোলনে অংশগ্রহণ এবং ১২ মার্চ থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের আহ্বান জানানো হচ্ছে।

আন্দোলনরত ইন্টার্ন ডাক্তারদের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ বলেন, ১২ মার্চ আমাদের দাবি না-মানলে কঠোর কর্মসূচি হিসেবে জরুরি বিভাগের সেবা, বহির্বিভাগের সেবা এবং প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করতে বাধ্য হবো।

জনপ্রিয়