
জাবিতে ১৬ সদস্য বিশিষ্ট ধর্ষ*ণবিরোধী মঞ্চের ঘোষণা
দেশের বিভিন্ন স্থানে চলমান ধ*র্ষণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ‘ধ*র্ষণবিরোধী মঞ্চ’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মালিহা নামলা এই মঞ্চ গঠনের ঘোষণা দেন।
ধ*র্ষণবিরোধী মঞ্চের সদস্যরা হলেন- মুখপাত্র মেহের আফরোজ শাওলী, সহমুখপাত্র ফাহমিদা ফাইজা ও মালিহা নামলা।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন- আশেয়া সিদ্দিকা মেঘলা, ঐন্দ্রিলা মজুমদার অর্না, ফারহানা বিনতে জিগার ফারিনা, নাদিয়া রহমান অন্বেষা, জাইবা জাফরিন, মিফতাহুল জান্নাত তাহিয়া, তানজিলা তাসনিম সেতু, জান্নাতুল মাওয়া, প্রিয়াঙ্কা কর্মকার, নাবিলা বিনতে হারুন, আফিয়া ইবনাত সামিহা, মেহজাবিন পালোয়ান এবং শুকরিয়া ইসলাম।
ধ*র্ষণবিরোধী মঞ্চের মুখপাত্র মেহের আফরোজ শাওলী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীর পক্ষ থেকে ঘোষিত হলো ‘ধ*র্ষণবিরোধী মঞ্চ’।
আমাদের যে, এই প্ল্যাটফর্ম গঠন করতে হয়েছে, এ জন্য আমরা অসম্ভব লজ্জিত! কিন্তু এ লজ্জা নিয়েও আমরা সামনের কাজ পরিচালনা করতে চাই!
তিনি আরো বলেন, আপনারা জানেন দেশে একের পর এক ধ*র্ষণের মতো ঘটনা ঘটছে। একজন নারীর যে সাধারণ নিরাপত্তা থাকার কথা, সেটির জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। দেশে যে একের পর এক ধ*র্ষণের ঘটনা ঘটছে, এটা শুধু আইন-শৃঙ্খলারই অবনতি নয়, এটা আমাদের মূল্যবোধের অবনতি! যে রাষ্ট্র মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, তার প্রতিবাদেই আমাদের কর্মসূচি চলমান থাকবে।